অলীক রেশমি সুতোয় বোনা জামদানী শাড়ি,
স্বপ্নের জলছবি - আহা কি রঙবাহারি !
আঁচলে সুক্ষ কাজ ছায়ায় মায়ায়
সম্মোহিনী মোহজালে সে যে সবারে জড়ায়।


তারপর?
তারপর –  কাটা ঘুড়ি মরীচিকা
লেজার রশ্মিতে ফেলা মায়াবী আলোর খেলা-
হাত বাড়ালে তারে যে যায়না  ছোঁয়া আর,
বেদনার বালুচর, জতুগৃহের ঘর
সাতরঙা রামধনু  -  তারে যায়না ছোঁয়া।


কুহকিনী মায়া ওরা - বিচিত্র অধরা
অন্ধকার মনের ভিতর আঁধার মানিক ওরা ...
=======================
অমিতাভ (১৫।৭।২০১৫) বাড়ি, সকাল ৬-০০