আমি যে এক ফেরিওয়ালা ,
বেড়াই ফেরি করে
যা কিছু রয়েছে দেখ
সাজানো ডালাতে ।


আছে হাসি  আছে গান  
আছে অভিমান ।
বাউন্ডুলেপনা আছে ,
আছে প্রেম বিনোদন ।


আছে হাস্যে লাস্যে ভরা
উদ্ভিন্ন যৌবন ,
জীবনের জয়গান আছে উত্থান
ঘনঘোর অন্ধকার আছে অধঃপতন।


যা কিছু কিনতে চাও
দু’হাত ভরে তারে
তুলে নাও কিনে নাও
নাও এইক্ষন ।


আমার পসরা যত
আজই ইতি তার
ফেরি করে  যাবো চলে
ফিরবোনা আর ।


দিনান্তে ফেরিওয়ালার
ফেরি করা শেষ –
আজ তবে  আসি ভাই  
সময় যে শেষ ।


আজব ফেরিওয়ালা !!
বলে কিনা একবার চলে গেলে
সে আসবেনা আর ??
ভাবছো এ কেমন লোক
তার নাম জানা চাই ?


সময় আমার নাম –
ফিরবোনা আর,
ফিরতে জানিনা আমি
শুধু চলে যাই ।


ফেলে আসা কত পথ
আমি যে ফিরি না আর,
সময় যে আজও শেষ
তবে - আজ আসি ভাই !!
================
অমিতাভ (১৫।০১।২০১৪)


** কবিতাটি আমারই লেখা একটা ইংরেজি কবিতা  " A strange Peddler"  থেকে অনুবাদ করে লেখা, আপনাদের মূল্যবান মন্তব্যই বলবে আখরে কেমন হল।