কোলকাতা কোলকাতা তোমার আমার ...


রূপকথা সামঝোতা আবেগ বিহ্বলতায়
এ’শহর তোমার আমার।


এ’শহর ইতিহাস এ’শহর উচ্ছাস
এ’শহর প্রতিবাদ করে,


দুঃখসুখের মেলায় এ’শহর কাঁদে গায়
উন্মাদনায় এ’শহর ভাসে।


আদুরী সুন্দরী কল্লোলিনী এ’শহর
‘কোলকাতা’ - তোমার আমার।


এ’শহরে আছে প্রাণ নারীর সম্মান
শীল্পকলার পীঠস্থান।


ধনী নির্ধন লড়াকুর এ’শহর
এ’শহর বিশাল বিশাল।


জাতী ধর্ম নির্বিশেষে সাদা কালোয় মিশে -
এ’শহর সবার সবার।


তিল তিল করে গড়া বিচিত্রতায় ভরা
এ’শহর তিলোত্তমা।
=============
অমিতাভ(২৯.৬.২০০৯)


** এই কবিতাটা আসলে আমার বেশ কিছুদিন আগের লেখা , এই শহরটাকে যে আসলে বড় ভালবাসি,  এখানেই বড় হয়েছি, অনেক দুঃখসুখের সাক্ষী এ’শহর, আনন্দ উচ্ছ্বাসের হাজারো  স্মৃতি নিয়ে এ'শহরের বুকেই বড় হয়ে ওঠা! এ’শহরের গায়ে দাগ লাগলে ক্ষত হলে বড় মনে লাগে, অভিমান হয়, বর্তমান অবস্থায় কান্না আসে। এ’শহর যে অনেক গৌরবের ইতিহাস বহন করে। আজও ছড়িয়ে আছে তার ইট কাঠ পাথরের গায় । এ’শহর যেন তার হৃত গৌরব ফিরে পায়, উজ্বল হয়ে ওঠে স্বমহিমায়, প্রতিনিয়ত অন্তর থেকে এটাই চাই।  
আমার আগের লেখাটির পর আজ তাই এখানে আমার ১৫০ তম কবিতাটি এই লেখাটা দিয়েই পোষ্ট করলাম, খোলা মনে আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম।