স্মৃতির অতলে রয়
ফেলা আশা জীবনের আনন্দগাথা
জয় পরাজয় কত সাফল্য হতাশা,
রোমন্থনে ভেসে ওঠে গোধূলির লাল আর রৌদ্রবেলারা ।
প্রতিবিম্বিত হয় সময়ে অসময়ে
অধরা এ ' জীবনের ছায়াছবি হয়ে !


স্মৃতি - পার কি বলতে তুমি,
কি করে হও তুমি এতটাই নির্মম?
হৃদয়ের দেয়ালচিত্রে আঁকো কত দৃশ্যপট
কত আনন্দঘন দিন ক্ষন সময়গুলো,
কেন দাওনা ছুঁতে তাদের,
একটু কাছে গিয়ে জড়িয়ে ধরতে এই বুকে?
কেন দাওনা তার ঘ্রান আর উষ্ণতা পেতে?
কেন এই প্রপঞ্চময় প্রবঞ্চনা তোমার ?


বেদনার বালুচরে লুটায় বিষন্নতা
হাসি গান আর যত অভিমান ,
জীবনের কত টুকরো  কথাগুলো
স্মৃতির দোলায় ওরা দোলে ।


বুঝতে অক্ষম আমি স্মৃতি, কী চাও তুমি শেষে ?
কেন আস তুমি বার বার ঘুরে?
শুশুকের মত তুমি চকিতে ভেসে ওঠো
সোল্লাসে কতনা উচ্ছ্বাস নিয়ে !
অদৃশ্য হয়ে যাও কোন অতল গভীরে তুমি
অকস্মাৎ কিচ্ছু না বলে।


ফেলে আসা যন্ত্রণারা কাঁদায় এ'মন -
চিকিৎসার অযোগ্য ক্ষতের মত ।
আনন্দরাও যে কাঁদায় চিত্ত একই ভাবে -
আর অসবনা ফিরে বলে বলে।
বারে বারে বেদনার আঘাত পেলেও- স্মৃতি
কেন পারিনা কিছুতেই আমি ভুলতে তোমাকে?
পার কি তা বলতে আমাকে?
চুপ করে থেকোনা স্মৃতি অমন নির্বাক হয়ে,
জবাব দাও তুমি বলোনা আমাকে?
======================
অমিতাভ (৮.৮.২০১৫)বাড়ি , সকাল ৮-০০