ছায়ারা নামে ধিরে হৃদয় গভীরে
ধুসর মেঘেরা ওই দীগন্ত রেখায়
রক্তিম রবি যায় ঢলে।
বিষন্ন প্রেমিকের শ্যেন শকুন চোখ
অপলকে চেয়ে রয় অনন্ত প্রেমের ক্ষুধা নিয়ে,
কারে মনে পড়ে  ...


আঙ্গিনায় ছড়িয়ে থাকা
শিউলি বকুুলের মত কত স্বপ্নগুলো -
আকাশ জুড়ে ছড়িয়ে থাকা যেন কতশত তারা,
মিটি মিটি জ্বলে ওরা স্বপ্নীল কায়ায় মায়ায়।  
দোলা দিয়ে চলে যায় দখিনি হাওয়ারা এসে
রক্তিম বিকেলের গোধূলি বেলায় ।


বেদনার শতদলে স্মৃতিরা বেড়ায় উড়ে
খামখেয়ালী ভ্রমরের ডানায় ডানায়।  
কে তুমি বাজাও ওগো মনবীনাতারে
সকরুন সুরে বারে বার?
না ভাবার ভাবনাগুলো কেন যে মনকে ভাবায়,
হারাবার ব্যথারা কেন জাগে বার বার  ...


ঝরেছিল রাতভর স্নিগ্ধ বকুল ফুল
সাজিয়ে আঙ্গিনাখানি সুগন্ধে সৌরভে,
উদাসি হাওয়া এসে উড়িয়ে নিয়ে যায়
ঝরা ফুল আঙ্গিনার যত - কুয়াশাচ্ছন্ন এই ভোরে,
হারায় সাধের যত স্নিগ্ধ বকুল আঁকাবাঁকা আবছায়া ওই বনপথে,
কারে মনে পড়ে  ...
=================
অমিতাভ (৮.৮.২০১৫)বাড়ি, বিকেল ৭-০০