দখিনি হাওয়া বয় গোধূলির পড়ন্ত বেলায়
ইলসেগুড়িরা ঝরে পাতায় পাতায় ,
নির্জন নদীতীরে হিজলতলায়
সন্ধ্যা নামে ধিরে ঘোমটা নামায় ।


ব্যকুল হৃদয় নিয়ে এগিয়ে চলেছে প্রিয়া
কম্পিত হরিণীর পায়,
অধির অপেক্ষায় রত  দয়িতের কাছে
উৎকণ্ঠিত ত্রস্ত দু'পায়।


রুপোলী জোৎস্নার আলো লুকোচুরি খেলে যায়
বনতলে হিজল ছায়ায়।
  
ঠোঁটের ওপরে ঠোঁট - ভালবাসা ছোঁয়া দেয়
বিষ্ফোরনে ষ্ফুলিঙ্গ ছড়ায় ।
সুপ্ত জ্বালামুখ  অবাধে খুলে  যায়
লাভাস্রোত আঁধারে ছড়ায় !


চকিতে জ্বলে উঠে হাজার মশাল  
উষ্ণ শোণিত ধমনীতে,
দু’ই হৃদয়ে এ’কোন অবাধ্য জোয়ার
ভেঙ্গে যায় বাধার প্রাচীর।


দূরন্ত প্লাবনে ভাসে প্রেমি দুটি প্রাণ
বাধাহীন উদ্যাম স্রোতে,
তৃপ্ত দুটি প্রাণ ছুটে চলে মোহনায়
অন্ধকার নামে ধিরে হিজলের তীরে ...
====================
অমিতাভ (২৪.৯.২০১৫)