বন্ধুরা আজ বড় শুভ দিন
জাগলো সকাল উঠলো বেজে শঙ্খধ্বনি রোল
পুজোর ঘন্টা উঠলো বেজে আজ মহালয়ার ভোর,
কাশের বনে শিউলিফুলে নীল আকাশের সাদা মেঘে
উঠলো বেজে আনন্দেতে আগমনির বোল।


এত ঘৃনা এত শোষণ এত অত্যাচার ??
মহিষমর্দিনী রূপে বীরাঙ্গনা নারী  তিনি করেন অশুভের সংহার
অন্যায় অবিচার আর য্ত ঘৃনা হতে মুক্ত হোক এই সংসার,
শুভবুদ্ধির উদয় হোক সমাজে আবার !!


ভুলে গিয়ে সব ভেদাভেদ জাতি ধর্ম নির্বিশেষে
প্রাণ খুলে আয় মাতি সবাই আনন্দ উল্লাসে ...
মানুষ হয়ে বাঁচি সবাই - একটু ভালবেসে
হিংসা দ্বেষ ঘৃনার মত পশুবৃত্তি ছেড়ে।
======================
অমিতাভ (১২.১০.২০১৫) বাড়ি, সকাল ৭-০০