বত্রিশ বছর ধরে ছিলে বন্ধু আমার – অন্তর্বাসের মত,
আষ্টে পৃষ্টে জড়িয়ে ছিল শরীরে শরীর, আমাদের ভাবনা ও মন
উষ্ণতা নৈকট্য আর আমীস গন্ধ নিয়ে
মগ্ন বিভোর হয়ে ছিল দুটি প্রাণ।


কত স্মৃতি কত কথা উষ্মা আনন্দ ব্যথা
ছিল তোমার আমার,
ছিল দেহের ভাঁজে ভাঁজে, প্রতিটি আনাচে কানাচে ঘরের
এবং শরীরে ও মনে।
ঘাম গন্ধ ছিল, প্রসংশা আদর ছিল
ছিল কত মান অভিমান – তোমার আমার।
  
কুশিলব ছিল ওরা আমাদের তৈরি এক বর্ণময় ‘সোপ অপেরার’
ছিল কত গান- লোকগীতি আধুনিক ক্ল্যাসিকেল ধুন
আবৃত্তি আর পালাগান।
ঠাস বোনটে বাঁধা চিত্তাকর্ষক এক ‘সোপ অপেরা’


মঞ্চ হতে নায়িকার হঠাৎ বিদায় – স্তব্ধ ‘অপেরা হাউস’
প্রত্যন্ত এক কোণ হতে শুধু ভেসে আসে
ভায়োলিনের একটানা ক্ষীন করুন সুর।
গমগমে পিয়ানো , চেলো কিংবা ফ্লেমেঙ্গোর
মন মাতানো সুর বাজেনা যে আর !


নিভে গেছে যত বাতি আর আলোকোজ্বল ‘চেন্ডেলিয়ার’
হারিয়ে গিয়েছে সুর, দুর আকাশের নীলে
নয়তো অজানা কোনও দ্বীপে – নাকি মরু সাহারায় !!


ভোরের শিশির তুমি – ছিলে স্নিগ্ধ উজ্বল
আঙ্গিনা আলো করে রাতের সুগন্ধী বকুল।
বত্রিশ বছরের বর্ণময় বাস্তব
আজ তারা শুধু ইতিহাস !!
===================
অমিতাভ (৮.৮.২০১৫)বাড়ি, বিকেল ৪-৩০