একদিন সবাই আমরা অন্ধকার হব
কবরে কিংবা কফিনে হবে বাসা
নয়তো বা ছাই হয়ে ধুসর মলিন -
ভাসবো অন্ধকার করে নক্ষত্রপুঞ্জের নিচে
নিঃশ্বাসে রয়ে যাবে আলোর পিপাসা।
নিঃশ্বেষিত প্রাণ যাবে মৌনতায় ডুবে,
পুড়ে যাবে জীবনের যত মুখরতা–
রং রূপ গর্ব আর যত অভিমান।
জনহীন নিস্তব্ধ মনের আঙ্গিনায়
ঘুঘুরা বেড়ায় চরে শুনি চাতকের অসহায় আহ্বান।
একদিন সবাই আমরা অন্ধকার হব
কবরে কিংবা কফিনে হবে বাসা
নয়তো বা ছাই হয়ে ধুসর মলিন,
ভাসবো অন্ধকার হয়ে আকাশে বাতাসে।
=======================
অমিতাভ (২৪.১০.২০১৫)বাড়ি, রাত্রি ১১-৩০