ভালবেসে  যাই যে মরে ভালবাসাকে নিয়ে
মরছি  আমি সেদিন হতেই শুধুই ভালবেসে।
জানিস কি তুই? যেদিন হতে বাসছি ভাল তোকে
নতুন সাথী পেলাম আরেক আশঙ্কাকে সাথে ...


ভাল বাসি উজাড় করে, ভালবাসা বিলিয়ে দিয়ে -
যা কিছু সঞ্চয় আমার  সবটুকু তার দিয়ে,
তবুও যেন ভালবাসার ভরেনা হৃদয়
চায় সে নিত্য নুতন অফুুুরন্ত শুধুই ভালবাসা।


ভাবি  বসে আপনমনে খুব গোপনে, সঙ্গোপনে
তুইও কি ঠিক তেমনি করেই ভালবাসিস আমাকে ?
আশঙ্কাকে হাসতে দেখি মুচকি হাসি হেসে
তবে মরছি আমি সেদিন হতে শুধুই ভালবেসে ।


কোত্থেকে এক ঝোড়ো হাওয়া  এসে
দেয়  যে করে সব যে এলোমেলো!
তুই নেই আজ ভালবাসা নেই আশঙ্কাও নেই সাথে
আজ বসে রই এক নতুন সাথী অগ্নিশীখার পাশে !
তবুও কেন মরছি আমি শুুধুই ভালবেসে ?


মনে আছে ?  পুতুল নাচের ইতিকথার কথা -
তোকে শুনিয়েছিলাম  বসে ?
আজ আমিই পুতুল - নাচছি কেমন তুর্কি নাচন নেচে
তবুও কেন মরছি আমি শুধুই ভালবেসে ?


আলোছায়ায় অন্ধ মায়ায় রুদ্ধ মনের নীরব ছায়ায়
শুধু তোরেই ভেবে ভালবেসে মরছি কেন শেষে ?
=======================
অমিতাভ (২২.৮.২০১৫)বাড়ি বিকেল ৫-০০