কোথায় আজ কাব্যকথা
ছন্দময় সুললিত
নির্মল জীবনের কবিতামালা?
সিদেসাদা স্বাভাবিক সরল জীবন?


চারিদিক যান্ত্রিক নিখুঁত অমানবিক
পরিপাটি মসৃন মুখোশের নিচে
উলঙ্গ বর্বর পাশবিকতা!


কেউ যদি বা একটু চলে
সহজ সরল সত্য পথে  
কিংবা বলে একটু সোজা কথা -
ধড় হতে তার ধুলায় লুটায়
ঋজু হয়ে চলতে শেখা আলগা মাথাটা ,
বড় নির্দয় অসহায় নির্মমতায়।


চারিদিক নিশ্চুপ এ’সমাজ নির্বাক
শ্মশানের নিস্তব্ধতায়
সত্য লুটিয়ে পড়ে - ধুলায় ধুলায়।
রক্ততিলক পরে বিকৃত উল্লাসে নাচে
পাশবিক নির্দয় উন্মত্ততা।
এ'কেমন স্বাভাবিক অস্বাভাবিকতা?


ঘুনপোকারা খেয়ে চলে মেরুদন্ডের হাড়
অগনিত ছিদ্রপথে ঝরে  মূল্যবোধ,
দুর্বিনীতের অত্যাচার ব্যথা দেয় বার বার -
নীরবে সত্যরা করে হাহাকার।
আলোরশ্মির পথ প্রতিহত করে
ধুম্রজাল ছড়ানো- যত অন্ধকার।


নিজেরে হারাই কোন অন্ধকার ঘুর্ণিবলয়ে
এই অস্বাভাবিকতার স্বাভাবিকতায় ...
===================
অমিতাভ (১২.১১.২০১৫)