এ এক আধুনিক কাল - দু হাজার পনেরর সাল
প্রেমটেম চলেনা ওসব  আজ, সবই কেমন ফসিল ফসিল
ওরা আজ সেঁটে গেছে পাথরের গায়ে কিংবা মরা গাছের গুঁড়ির ভিতর।


প্রেম? দেখ কেমন বন্দী হয়ে ফ্রেমের ভিতর - ঝুলে আছে দেয়ালে দেয়ালে,
কৃষ্ণ রাধা নাকি সিরি ফারহাদ ... এক কল্পবিলাস।
হারিয়ে গিয়েছে ওরা -
মাঝে মাঝে হয়তো বা ভেসে ওঠে আড়ালে আবডালে,
দুচার গেলাস লাল পাণীয় গলাদ্ধকরণের পর
না হয় 'মারিজুয়ানার' ধোঁয়ার ভিতর,
ঢুলু ঢুলু চোখে  কি করে যেন মনে পড়ে এক পুরোনো বিকেলবেলা-
‘প্রেম একবার এসেছিল জীবনে’ ...কই সে ...এখন কোথায়?


প্রেম? সে তো আজ কেমন পানবাহারের মত  প্যকেটজাত  
ছিঁড়ে নিয়ে বার কর, ঢেলে দাও সব ...
ওলট পালট করে নাও মৌতাত – রসিয়ে রসিয়ে আর গন্ধ ছড়িয়ে -
আঁধারে আলোর মৌমাছি ,
ঠিক তার পরে ছুঁড়ে ফেলে দাও তারে -
আদাড়ে বাদাড়ে কোনও অচ্ছুৎ স্থানে এক থুৎকারে ...


কোথায় আজ প্রেম? কে নেবে তারে আর কেই বা দেবে ?
সাদরে – আন্তরিক ভাবে – হাজার স্বপ্ন নিয়ে বুকে?
এ এক আধুনিক কাল - দু হাজার পনেরর সাল
প্রেমটেম চলেনা ওসব  আজ, সবই কেমন ফসিল ফসিল ...


একি ? এ আবার কি উটকো বিপদ !
দুচোখের কোণগুলো কেন ভিজে ওঠে
কারে মনে পড়ে এই  শেষ রাতের ঘোর লাগা নেশার পেশায়?
দূর শালা ... প্রেম আজ নেই আর - যত সব আজেবাজে কথা
কেউ দেয়না তার দাম – আজ আর রাখেনা কথা !
এ এক আধুনিক কাল - দু হাজার পনেরর সাল
প্রেমটেম চলেনা ওসব আজ, সবই কেমন ফসিল ফসিল ...
ওরা আজ  সেঁটে গেছে পাথরের গায়ে কিংবা মরা গাছের গুঁড়ির ভিতর।
===========================
অমিতাভ (১১.০১.২০১৫)