অপরূপা ওই  চাঁদ ভরা জোছনায়
উঁকি দেয় আকাশের কোণে,
অম্লান হাসি নিয়ে কোজাগরী রাতে -
ছড়িয়ে দিয়েছে মায়া - তার মায়াবিনী আলোক সম্পাতে।


রাত বাড়ে , বাড়ে তার আলোর কুহক
সম্মোহনী মায়ালোকে ঢেকে দেয়-
এ’বিশ্ব ভুবনেরে ছায়ায় মায়ায় ...


ওগো নীলাম্বরে মায়াবিনী সুন্দরী তুমি
মদালসা শশী –
তুমি কী শুধুই চাঁদ?
নাকি অনন্ত প্রেমের আকর  
জীবন প্রবাহিনী তুমি রূপসী রাগিণী ??
=======================
অমিতাভ (২২.১০.২০১৫)বাড়ি, রাত (১-৩০)