জ্বলছে আগুন  প্রতিহিংসার, অন্যায় দিকে দিকে
তারে  যে আর যায়না দেখা এই মন  আর বোকা চক্ষু দিয়ে
আমি তাই অন্ধ হবো।
অসত্যের হুঙ্কার আর বেপরোয়া উল্লাস
তারে যে  আর যায়না শোনা সুস্থ এ'কান দিয়ে
আমি তাই মূক হবো বধিরও হবো।
তুমিতো অনড় দেখি নিষ্কৃয় এক পাষান বেদির মত -
আমি তাই অচল মস্তিষ্ক নিয়ে মৃত এক শব হবো।


আমাকে একটু কালো দাও, চাইনা কোনও আলো
আমি অন্ধকার হবো,
আশীর্বাদ বলে তারে মাথা পেতে নেবো।


উন্মাদ হওয়ার আগে আমি স্তব্ধ হয়ে যাবো
ঠিক তোমার মতন করে -
দৃষ্টি শ্রবণ কথা বিহীন পাষাণ বেদির মত !!


একটু কালো দাও না আমায়
আমি অন্ধকার হবো ...
======================
অমিতাভ (২৪.১২.২০১৫)