সুখের তরী যায় বয়ে ওই - ভালবাসা হাসে,
যন্ত্রণা, অস্থিরতা, আর না পাওয়ার বেদনাও -
ভালবাসাই সহে।
ভালবাসা হাসতে শেখায়  এগিয়ে চলার পথও দেখায়
এক আকাশ স্বপ্ন আর আশার প্রদীপ জ্বেলে।


ভালবাসা বাঁচতে শেখায় ভালবাসায় মজে
আগামীর পথ দেখায় স্বপ্ন বুকে বেঁধে ...
দুঃখ সুখের মাঝে বাঁধে সুক্ষ সেতু সে যে,
শুধুই ভালবেসে ...


প্রাণ সজনী সঞ্জিবনী, জীবন যুদ্ধের সেনাপতি
বন্ধ কৌটোতে এক ... কালো ভ্রমর সে যে।


হারিয়ে গেলে ভালবাসা
হারায় যত স্বপ্ন আশা – বাঁচার সংগ্রাম।
ঊষর মরুর মধ্যে যেন ধুলিঝড়ে হারিয়ে যাওয়া  
এক পথহারা পথিক।
========================
অমিতাভ (১৭.১১.২০১৫)