প্রায়শই শুনে থাকি - বলিও সবাই
স্মৃতি নাকি সততই অতীব সুখের
আদপেই কী তাই?

সেতো কাগজের গায় –
কাব্য ও কবিতার পাতায় পাতায়।
স্মৃতি কী আদপেই সতত সুখের?
নাকি দাগা দিয়ে চলে যায়
স্মৃতি এসে বার বার
হৃদয়ের দরজাটি হাট করে খুলে?


সোনালী সেদিনগুলো ফেলে এসেছি যারে
অতীতের সিন্দুকে গচ্ছিত রেখে,
আসেনাতো ফিরে আর - এই জীবদ্দশায়।
জ্বরা আর ব্যধি নিয়ে - ন্বুব্জ কুব্জ অসমর্থ হয়ে,
আজ স্মৃতির পুটুলি বাঁধি হয়ে অসহায় ।


স্মৃতি ….
সেতো ঘুরে ফিরে  বার বার ব্যথাই দিয়ে যায়
পাবেনা পাবেনা বোলে
হৃদয়ের নিভৃতে করে হাহাকার,
শবদেহের উপর যেমন শ্বেতপদ্ম অগুরু ছড়ায়
দেহ  অদৃশ্য হয় ফিরে আসেনা সে আর !


জানিনা কী করে তবু একই কথা বলে যায়
ঘুরিয়ে ফিরিয়ে বার বার ,
স্মৃতি নাকি সততই সুখের দুয়ার !!
========================
অমিতাভ( ২২.১২.২০১৫)