প্রেম প্রীতি ভালবাসা
ওরা তো –
বাঘের চোখের মত আজ
কেমন দূর্লভ ধোঁয়াশা ধোঁয়াশা,
সেলো টেপ মুখে এঁটে
পুটুলি করে তুলে রাখা
বোচকার মতন ।


উচ্ছাসে আসে ওরা
হারিয়ে যায়
ঠিক পরের নিঃশ্বাসেই ।
অলটপকা উথলে ওঠে
ভেলেন্টাইন ডে কিংবা
পাব্ ডিসকথেকে ...


এখন তো বেশ
এখানে ওখানে যত
পান বিড়ি সিগারেট
মুড়িমুড়কির মত
রমরমা রেপ-লুন্ঠন !!


সমাজ প্রকৃ্তি আর নারীদেহ নিয়ে
অবাধে চলেছে এই যাত্রাপালা
গোচরে অগোচরে ক্রমান্বয়ে
চারিদিকে রমরমা রেপ – লুন্ঠন ।


এগিয়ে চলছে নাকি
এই আধুনিক পৃথিবীটা
নব্য প্রজন্মের একি হল্লাবোল?
দেহে মনে সমাজের গায়ে দেখি আজ
কি বিচিত্র এই আভূষন -
রমরমা রেপ - লুন্ঠন!
================
অমিতাভ