মনের খাঁচা ভেঙ্গে ওরা
চায় শুধু বা’র হতে।
খোলা হাওয়ায় যায় উড়ে যায়
ইচ্ছেরা খুব সুখে  
ইচ্ছে ডানা মেলে ...

ইচ্ছে বলে –
প্রেমাষ্পদার পাশেই বসে থাকি
এক আকাশ স্বপ্ন নিয়ে স্বপ্নের জাল বুনি।
কবরিতে আকাশমনি ফুলের গুচ্ছ দিয়ে
তারার দেশে রূপোলি ওই চাঁদের ফালির মাঝে ...
সাজিয়ে তারে বেশ জমিয়ে –
থাকি নিবীড় করে !


ইচ্ছে তো হয় অধরখানি জড়িয়ে তোমায় চুমি
কায়ায় মায়ায় আলোছায়ায়
ভালবাসার শীতল ছায়ায়-
ইচ্ছে দিয়েই ইচ্ছেগুলোর সাত রঙা জাল বুনি ...


সাদা মেঘের ভেলায় চড়ে
ইচ্ছে ভাসে ইচ্ছে সুখে
খোলা হাওয়ায় যায় উড়ে যায়
ইচ্ছেরা খুব সুখে  
ইচ্ছে ডানা মেলে ...
==========================
অমিতাভ ( ২৮.৮,২০১৫)লেকের ধার, বিকেল৪-৪৫