দাঁঁড়ে বসে দেহের ভেতর
যেই হলুদ পাখিটা !
ইচ্ছে ডানা মেলে সে তো -
'থাকবোনা আর বন্ধ খাঁচায়'
এই না বলে বারে বারে
শুধুই বেরিয়ে যেতে চায়।


সুখের বাতাস লাগিয়ে গায়ে
গন্ধ সুখের গায়ে মেখে
চায় সে শধু হারিয়ে যেতে
সুখের আঙ্গিনায় ...


সুখ সুখ সুখ - সুখ পাখিটা
শুধুই সুখ খুঁঁজে বেড়ায় ...


মন্দ ভাল জানেনা সে
সুখ নিয়ে সে মজে আছে
সুখস্বপনে ডুব দিয়ে সে
সুখের দরিয়ায়।


বুকে নিয়ে স্বপ্ন যত
সাঁতরে বেড়ায় অবিরত
সুখের মোহনায়।


আনন্দে তার ডানা মেলে
উড়ে বেড়ায় স্বপ্ন নিয়ে
ভেসে ভেসে মেঘের দেশে
সুখের যাচনায়।


সুখ সুখ সুখ - সুখ পাখিটা
শুধুই সুখ খুঁঁজে বেড়ায় ...
==============
অমিতাভ (১.৩.২০১৬) সকাল ৮-০০