বড় চেনা এই সবুজ পৃথিবীটা কেমন বদলে গিয়েছে আজ
হাড় মাংস আর রক্ত মজ্জাতে !
সুকোমল মন আর সাবলীল গতি যত অবরুদ্ধ আজ
আধুনিকতার শেখানো রোজনামচাতে ।


গতি চাই , চাই আরও আরও গতি
তাই এসেছি নিয়ে ফ্লাই ওভার এলিভেটার মেট্রোরেইল আর হাই ওয়ে ,
হয়তো এসেছেও কিছু গতি, প্রগতি, উন্নতি !


ছোট থেকে আরও ছোট করেই চলেছি ক্রমে
ওই নিঃসীম নির্মল নীল আকাশটাকে -
ইট কাঠ পাথরের বেড়াজাল বুনে - কিচ্ছু না ভেবে।


মনের আকাশটাও কেমন ঢাকছে ধুসর
ছাই আর কালো ধোঁয়া দিয়ে।


মাথটা ঢাকলেও বড় আঢাকা শরীর
খোলা হাওয়া লাগেনা আর মেরু মজ্জায় -
ছুঁয়ে যায় সঙ্কির্ণ যত নির্মমতা।


ছোট থেকে ছোট হয় মনের আকাশ।


আলোময় এ'পৃথিবী কেমন আঁধারে হারায় ,
দিকভ্রান্ত হয়ে খুঁজেই চলেছি তারে -
দিগন্ত রেখার ওই ছায়ায় মায়ায় ।


হারায়ে খুঁঁজি তারে বড় অসহায়,
বড় চেনা এই সবুজ পৃথিবীটা কেমন বদলে গিয়েছে আজ
হাড় মাংস আর রক্ত মজ্জাতে!


সভ্যতা আর প্রগতি ???
মন ও প্রকৃৃতিকে ওরা দিয়েই চলেছে জঞ্জাল !
----------------------------
অমিতাভ ( ২৩.৪.২০১৬)