জীবন সায়াহ্নে এসে ভাবি বসে আজ -
কী দিয়েছে এই সমাজ ?
বিগত অর্ধ শতাব্দির ফেলে আসা এক সামাজিক খতিয়ান ।


গুরুজনেরা আমার পিতামহী পিতা
সোচ্চার হয়ে করেছিল তারা স্বাধীনতা সংগ্রাম
শিকল ভাঙ্গার করেছিল পণ ভেঙ্গে পরাধীনতার 'পাশ।
ভুলে গিয়ে যত সাধ আল্হাদ - পেতে মুক্তির স্বাদ,
চেয়েছিল তারা স্বাধীন হতে, করে স্বাধীনতা সংগ্রাম।
যুঝেছিল তারা অন্তরীন হয়ে , কারাগারে করে বাস।


স্বাধীনতা ?? সেও এসেছিল শেষে কাষ্টহাসি হেসে -
কেড়ে নিয়েছিল বিনিময়ে আমার ভিটেমাটি ঘটি
শেষ সম্বল - আমার জন্মভূমি !!


বাঃ বাহ রে আমার সমাজ, নেতা,
আমাদের নীতি ও স্বাধীনতা সংগ্রাম ???
আজ আমি এক শিকড় বিহীন আমি ভূমিহীন
স্বাধীনচেতা গুরুজনের ভিটেহারা এক উত্তরাধিকার !!!
--------------------------------
অমিতাভ (৫.৫.২০১৬)


(** প্রেক্ষাপট - আমাদের আদীনিবাস ওপার বাংলার নোয়াখালী জেলায়। আমার শ্রদ্ধেয় বাবা, জ্যেঠামশাই ও পিতামহী সক্রিয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ছিলেন তাঁরা বছরের পর বছর কারাগারের অন্তরালে ।
স্বাধীনতার পুরস্কার আমরা পেয়েছি যথার্থ , হয়েছি উতখাৎ !!!! করতে হয়েছে বড়ই আপন জন্মভূমি ত্যাগ।
বিনিময়ে ওনারা পেয়েছিলেন সব হারিয়ে ভারত সরকারের দেওয়া তাম্রপত্র !!!)