সেই শুরু থেকেই আসছি শুনে-
'সামলে চলো ভাই'
হয়তো কিছু সামলেও বা
চলতে শিখি তাই।


কিন্তু টিকি টুপি শিকেটা যে -
বাঁধা আছে অন্য কোথাও,
কখন ধরে দেবে যে টান
আন বান শান এই দেহ মন -
কিংবা টুটিটা !!
কেউ কি জানে তা ?


তলিয়ে যায় কত জীবন
হয় শুরুতেই শেষ
মধ্য পথে হুমড়ি খেয়ে
আরও কত কে  নিঃশেষ !!


ভাংছে যে ঘর ভাংছে জীবন
ভাংছে আশা ভাংছে স্বপন।
তবুও কেমন মগ্ন হয়ে
এই বাঁচার অভিযান !!


একটুকু সুখ চাই বলে
কি আকূল প্রয়াস !
ক'জন জানে কোথায় যে শেষ
কী ই বা আশ্বাস ?


হা হা হা  হাসছি আমি
হাসেন সাথে অন্তর্যামি ...


চারিদিকে তবুও শুনি
হেই সামালো হেই সামালো
সামলে চলো ভাই !!!
---------------------
অমিতাভ (১.৫.২০১৬)