আমি ফুলদানিতে সুশোভিত
পরিপাটি প্রাণহীন এক সাজানো ফুল আজ।
আমি রই যে পড়ে বন্দী হয়ে
চার দেওয়ালের বদ্ধভূমে অশান্ত হাওয়ায়।


কে যেন সে অমন করে
ডাকে আমায় আকূল হয়ে
দিনের আলোয় ভিড়ের মাঝে
আঁধার রাতে নিরজনে - ভরা জোছনায়।


হাওয়া এসে চুপিসাড়ে - যায় বলে সে কানে কানে  
‘তোর ভালবাসা রয় যে বসে তোরই প্রতীক্ষায়,
নীরবে সে তোরেই খোঁজে তোরেই ডাকে -
নীদ্রায় জাগরণে সে যে - তোরেই পুজে যায়'।


সাজানো ফুল রই যে পড়ে চার দেওয়ালে বন্দী হয়ে
ঘরের কোণে অবরুদ্ধ বন্দী  দশায়,
কে আমারে সব দিয়ে তার  -
এত আপন  করে চায় ?


বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া ফুল আমি আজ রক্তমাখা
চার দেওয়ালের বদ্ধভূমে অশান্ত হাওয়ায়,
কোথায় আমার কাল ভ্রমর, অশান্ত সে পাগলপারা-
কোথায় আমি বন্দী হয়ে বিষের যাতনায় !!
-----------------------
অমিতাভ (৩.৬.২০১৬)