দিনান্তে নিঃশেষিত যত অলোর ফোয়ারা
এক কোণে ঢলে পড়ে ক্লান্ত দিন লাল,
ধরনীর বুকে নামে কালো – শুধু অন্ধকার।


নিশুতি নামে ধিরে পেঁচকের ডাক নিয়ে সাথে
রাতের নিস্তব্ধতার সাথে সাথে -
ইদানিং যে কিনা - একান্ত বন্ধু আমার।
কানে কানে বলে যায় " কেন কাঁদ মিছে -
ফেলে আসা অভিজ্ঞতা বা অনুভূতিকে নিয়ে?


ওরা যে দিতে জানে শুধু বেদনা মলিন,
ফিরিয়ে দেয়না কিছু - কক্ষনও ওরা,
বৃথা এই ক্রন্দন আর অশ্রুপাত তোমার।
জীবন চলেছে ধেয়ে মোহনার দিকে,
টেনে দিতে অন্তিম সীমারেখা তার - দিগন্ত রেখার মত,
তারপর ? অজানা অতল সে তো শুধুই আঁধার ...


তাই বেঁচে নাও বুঝে নাও জীবন তোমার –
যা কিছু এখনও হাতে রয়ে গেছে বাকি
কয়েক পল কিংবা হয়তো বা কিছু দিন রাত" ...
-------------------------------------------
অমিতাভ ( ৯.৬.২০১৬)বাড়ি, রাত ১২ – ৫৩