আজি বাদল দিনের প্রথম বরিষণ,
দুকূল ভাসে কি উচ্ছ্বাসে শ্রাবন ধারায়।
মাতলো ভূবন কি হিল্লোলে খুশির জোয়ার বরিষণে,
উতল হাওয়া দেয় বারতা আনন্দধারার।


দোলা লাগে আজ দেহে মনে
হৃদয়বীণায় সঙ্গোপনে,
গুরু গুরু গর্জনে কে  বাজায় ডম্বুরু
নূপুরের নিক্কন শুনি ভরা বরষায়।


বিদ্যুৎ চমকি উঠে শীহরিত করে মন
সারা আঙ্গিনা জুড়ে ঝরো ঝরো বরিষন,
ছম ছম নাচে ওই মেঘবালিকা !!


হৃদয়ের নিধুবনে কি সুর বেজেছে আজি
প্রাণে খুশির দোলা – মন গায় বৃন্দগান।
একি আনন্দে জেগে ওঠে তৃষ্ণার্ত হৃদয়,
শীহরিত করে মন বরিষন সিক্তা -
অপরূপা এলোকেশী - মেঘবালিকা ...
-------------------------------------
অমিতাভ (১৩.৬.২০১৬)বাড়ি, সকাল ৭-০০


** ঘুম ভাঙ্গলো আজ ঝোড়ো হাওয়ায় আর জানলা দিয়ে ঢোকা বৃষ্টি ফোঁটায়। মনটা কেমন আনন্দে নেচে ওঠে মেঘ বৃষ্টি বিদ্যুতের গুরু গুরু গর্জনে, বন্ধুরা -
তোমরাও নিশ্চয়ই খুব ফুর ফুরে একটা সুন্দর মেজাজে। আনন্দে আমিও দু লাইন লিখে ফেললাম জানিনা কেমন হল ......