একটা মাটির ওপর দাঁড়ানো গাছ যার ওপর থেকে সবটা কেটে নিয়ছে স্কন্দকাটার মত  - এমনই একটা ছবি তুলেছিলাম  বীরভূমের জঙ্গল থেকে গত বছর (২০১৫র জুনে) ঠিক এমনই একটি দিনে। লিখেও ফেলেছিলাম দু লাইন  তখন তখন ...


হাসি পায়
---------
হাসি পায় যখন ভাবি -
কেমন নির্দয় নির্বিকার ভাবে
দলে মলে চলে যাও
ছোট্য আমাকে - বিনা কারনে।


হাসি পায় যখন দেখি
কেমন নিষ্ঠুরতার সাথে কেটেই চলেছ
আমার ডাল পালা শাখা প্রশাখাগুলো
কিচ্ছু না বুঝে ...


মন্দ লাগেনা আমার যখন দেখি-
বিশ্রাম নিতেছ সবে আমার ছায়ায় ছায়ায়,
শিশুরা করে খেলা , পাখি খুঁটে খায়
প্রেম নিবেদন করে যুবক যুবতিরা –
ঠোঁটের উষ্ণতায় আর আলিঙ্গনে
আমারই ছায়া তলে বসে নিরালায়।


কষ্ট পাই যখন দেখি
হাত পা কাটা ঠুটো আমি
গরমের দাবদাহে ঘর্মাক্ত মানুষেরা -
চলেছে অসহায় হয়ে
আর আমি অপারগ!


হাসি পায় তোমাদের নির্বুদ্ধিতায়
বাঁচবার তাগিদে মরণেরে করেছ সহায়
তোমাদের কূপমন্ডুকতায়।


বড় হাসি পায় যখন দেখি
কেমন নিষ্ঠুরতার সাথে কেটেই চলেছ
আমার ডাল পালা শাখা প্রশাখাগুলো
কিচ্ছু না বুঝে ...
----------------------------------
অমিতাভ (১০.৬.২০১৫), বীরভূম