অনেক করেছ তুমি এ'সমাজ এই আধুনিকতা
দিয়েছ গতি, শহুরে সুখ আর যত স্বার্থপরতা।


আমি যে সেকেলে বড়,
পারিনা বোঝাতে কিংবা মানাতে নিজেরে
পারিনা আধুনিক এ'সমাজের হাতে হাতটি তুলে দিতে।
তাই একশত নদী, সুবিশাল প্রান্তর, অগুন্তি পর্বতমালা
পাড়ি দিয়ে চলে যাব দিগন্তের ধার!
ওখানেই বাঁধবো বাসা আমি যে এবার!
যেখানে রইবেনা এই আধুনিক সমাজের নিত্য কলুষতা
থাকবেনা লোলুপ নয়ন আর পরশ্রীকাতরতা।


ফিরে পেতে চাই সবুজ বণাণী ঘেরা আরণ্যশোভা
প্রকৃতির কোল, জলা জঙ্গল ঘেরা বাঁকা বনপথ।
ফিরে পেতে চাই বণ পাখির কুজন,
ভোরের সূর্য উঠুক বণানীর ফাঁকে
কাশ বণ , ধান ক্ষেত –
অলস দুপুরে বক পদ্মদীঘির ধারে ধারে!


অনেক করেছ তুমি এ'সমাজ এই আধুনিকতা
দিয়েছ গতি, শহুরে সুখ আর যত স্বার্থপরতা।
-------------------------------------------
অমিতাভ (১২.৬.২০১৬)লেকের ধার, বিকেল ৪-৪০