হল্লাবোল ডামাডোল 'হিপক্রেসির' দামামার বোল,
কাগজে কলমে নেতা মন্ত্রির বার বার শুনি কথা
এ'পৃথিবীর যত উন্নতির আজ উচ্চশিখরে ওঠা
উন্নত তার মানবতা আর অতি সুসভ্য সভ্যতা !!


তবে কেন এত রক্তপাত দেখি হানাহানি আর গুলি
কালো হাত যত সন্ত্রাসবাদের, মুখে ধর্মের বুলি?
এদেশে ওদেশে কাজিয়া শতত অহরহ সঙ্ঘাত,
আনাচে কানাচে চলে ধর্ষন আর লুন্ঠন দিনরাত।


এরা বুঝি তবে এই সমাজের কোনও আধুনিক বিনোদন
নাকি নব্যুগের আবিষ্কৃত কোনও সুসভ্য দর্শন !!


অজ্ঞান আমি অতি সাধারন -
নিতান্ত গবেট  বুদ্ধিহীন নিরেট,
বুঝিনা মানুষ বুঝিনা সমাজ বুঝিনা কি উন্নয়ন !
শাষনের নামে শোষন যত, ধর্ষন লুন্ঠন -
এরা বুঝি তবে সুসভ্য এই আধুনিকতায়
'চেরি দেওয়া আইস ক্রিম' !!


অতি সাধারন তুমি আর আমি আমজনতার পাল
অচল অজ্ঞান যত অপদার্থের দল - বোঝেনা উন্নয়ন !!
যা কিছু সব ওনারা বোঝেন ওনারা  সজ্জন
ওনারা যে নেতা সমাজের মাথা ওনারা বিদ্বজ্জন !!
---------------------------------------------
অমিতাভ ( ১১.৭.২০১৬) বাড়ি, সকাল ৬-২০
** ইদানিং কিছু এফ বি পাঠক পাঠিকার কাছ থেকে জানলাম , তাদের কাছে এই কবিতা বা লেখা ঠিক পছন্দ নয় । আমার বিনীত অনুরোধ - সত্যিই তো সব খাওয়ার সবার পছন্দের হয়না । দয়া করে পড়বেন না । কোনও প্রয়োজন নেই পড়ার ও আপনার মূল্যবান সময় নষ্ট করার । আপনি যেখানে আপনার সুখাদ্য পাবেন সেখানেই নাক মুখ ঢোকান না, ভাল স্বাদ ও গন্ধ পাবেন, লাগবেও ভাল আপনার।