আয়নাতে মুখ দেখবোনা আর দেখবোনা নিজেকে।
যেদিন হতে বড়ই আপন
আমার সুজন বেঁধেছে ঘর ওই সূনীলের নীলে,
তখন হতেই  ওই দুচোখে আমার কালো ছায়া,
কেমন নির্বাক নিরাসক্ত ওরা
'মমির' মত চেয়ে থাকে নিষ্প্রভ নিস্প্রাণ!


ভাবতে বড় অবাক লাগে
কত যুগের ওই দুচোখ আমার
আমারই দেহে লালিত ওরা,
তবুও কেন ওরা যে আর আমার চেনা নয়?
ওই দুচোখে পাইনা খুঁজে আমার আমি আর।


বড় আপন যে জন হারিয়ে গেলে –
এমনই বুঝি হয় ??


দেখবোনা তাই –
হারিয়ে যেতে চাই যে আমি হারাতে নিজেকে।


আয়নাতে মুখ দেখবোনা আর দেখবোনা নিজেকে।
-------------------------------------------
অমিতাভ (২৭।৭।২০১৬)বাড়ি, বিকেল৫-৪৫