অলস অবসন্ন দেহে ঢলে পড়া রোদ্দুরে
বারে বারে  মনে আজ দোলা দিয়ে যায় –
নতুন প্রভাতে ওই কুয়াশার চাদরে ঢাকা সোনালী রোদ্দুর,
আশ্বিনের মৃদু হাওয়ায় দোলা সাদা কাশবন,
ভোরের শিশিরে ভেজা নীল ঘাসফুল ...
হলুদ প্রজাপতির পিছে ছুটে চলা শৈশব -আমার শীতের সকাল।
সন্ধ্যায় তালসারির পিছে রূপোর থালার সাজে
উঁকি দেয় ভরা চাঁদ ... স্বপ্ননীল দূর্বার যৌবন আমার !!


দিন-কাল-সংসার  চলমান সময় - বদলে দিয়েছে এ’জীবন,
মহাকালের নিয়মে আগুয়ান গতির সাথে এগিয়ে আসে যে মরণ।


ক্লান্ত পরিশ্রান্ত আশাহত মন নিয়ে আজ শুধু মনে হয়,
বসে আছি একাকী এক ন্যাড়া অশ্বত্থের নিচে
জৈষ্ঠের কোনও এক নিধাগ দুপুরে -
পোড়ো মন্দিরের নির্জন বিষন্ন কোণায়।


এখনও কাটাতে হবে বাকি এ’জীবন শুধুই হারানোর কথাগুলো ভেবে,
ফেলে আসা যৌবন উচ্ছসিত প্রেম, তার সাথে দুঃখ সওয়া দিনগুলো নিয়ে।
মুখ গুজে বিছানায় বালিশের নিচে -
কাটাবো নীদ্রাহীন রাত আহত হৃদয়ের বেদনা জড়িয়ে ।
কালো রাত ডানা মেলে বইবে আপনমনে
প্যঁচা আর বাদুড়ের পাখার তলায়।


আবছায়া হয়ে আসে তালসারি, কাশবন, প্রজাপতির রঙিন পাখা ...
জানিনা আসবে কি আর সোনালী রোদ্দুর নিয়ে নতুন প্রভাত ??
---------------------------
অমিতাভ (৩১.৭.২০১৬)