'এই আছি এই নেই'
দুদিনের এ'জীবন তোমার আমার
মাঝে পড়ে থাকে শুধু দুদন্ড সময়,
ও'টুকু নিয়েই খেলে চলেছি বিচিত্র সব খেলা
কেমন নির্মম নির্লজ্জ বেসরম হয়ে ।


হিংসা ঈর্ষা দ্বেষ, লোভ আর স্বার্থপরতার ঝাঁকি
মানুষ হয়ে ভুলেই গেছি মানুষেকেই দিই ফাঁকি
আমি আমি করে শিখি, শেখাই
কেমন নির্বিবাদে শুধুই নিজের বাঁচা মরা !!


কিসের এই আধুনিকতা ,
রাজপথ আর সুবিশাল অট্টালিকা ?
আমি থাকি দুধে ভাতে -
পাশেই ওদের জোটে শুধু এঁটো আর যত কাঁটা !


ধর্ম দেশ জাতি নিয়ে করি রক্তক্ষয়
কাম লালসায় মাতি
নারী দেহ নিয়ে করি নরক গুলজার।
সমাজের গায়ে তকমা লাগাই যত আধুনিকতার !!


দেখেও দেখিনা কেন, বুঝেও বুঝিনা হায়
কাল তুই হবি ছাই আমার কবরে হবে ঠাঁঁই,
কিচ্ছু নেবোনা জানি তুই আমি আর কেউ
তবুও যাচনা মনের আরও চাই !


এই আছি এই নেই এই তো জীবন
মাঝে পড়ে থাকে শুধু দুদন্ড সময়,
কিচ্ছু নেবোনা জানি তবু -
কিসের যে গর্ব এত কেন দেমাক এমন ?


কাম কামিনী কাঞ্চনের মায়াবিনী জাল
যত সুখ বৈভব ওরা সকলই আমার,
আমি ছাড়া বাকি সব উচ্ছিষ্ট ওরা!
ওদের বাঁচার কিংবা একটু হাসির কোনও নেই অধিকার।


মানুষ হয়ে ভুলেই গিয়েছি  মানুষেরেই আজ
আমি আমি করে শিখি,
শেখাই কেমন নির্বিবাদে শুধুই নিজের বাঁচা !!
--------------------------------------------
অমিতাভ (১৬.৯.২০১৬)