জড়িয়ে রেখেছিলাম সারা দেহখানি আমার
তোর দেহ হতে ঠিকরে পড়া আসমানী রোদ্দুর দিয়ে,
আদর করে বুকে পিঠে বড় সমাদরে -
নিয়েছি উষ্ণতা তার তারিয়ে তারিয়ে।


অনুভবে চেতনায় স্পর্শরা নিয়েছে কত ওম
আমি আর এ’দেহের শত কোটি রোম –
মিটিয়েছে ক্ষুধা!


নীল আকাশের কোণে জমে ওঠে কালো মেঘ করে আনাগোনা
ওদেরই ছায়াতলে বাসা বাঁধে ধুলিঝড় কালো হাত নিয়ে,
ঝঞ্ঝা নামে - হারায় আমার আদুরী রোদ্দুর
বড় প্রিয় সে আমার - আজ বহুদূর ।
-------------------------
অমিতাভ (৪.১.২০১৭)