ওগো মেঘ তুমি যাও উড়ে ধরণীর উপরে উপরে
পাঁঁজা তুলো সাদা মেঘ শরতের বেলা
কখনও ভয়ঙ্কর তুমি বৈশাখি ঝড়ে,
নয়তো বা বৃষ্টি হয়ে ঝরো, নূপুর নিক্কনে।


তোমারে দেখে দেখে ভেবেছি কত ওই-
সবুজ প্রান্তরে বসে বটছায়া তলে
বুনেছি স্বপ্নের জাল বন্ধনহীন আমার শৈশবে
তোমার ডানায় উড়ে কল্পলোকে ঘুরে।
ভেসেছি তোমার সাথে নীরব দুপুরে কত
দুর দুরান্তে বনে সাগরবেলায় - চড়ে স্বপ্নভেলায়!


কত না স্বপ্নীল ছিল স্মৃতিমেদুর ওই
বর্ণময় সোনালী সে বেলা,
উন্মুক্ত আকাশে উড়ো তুমি
আর সবুজ মাঠের কোণে আমি একেলা - বটছায়া তলে!


ওগো মেঘ প্রিয় বন্ধু আমার -
আজ আমি শহুরে বন্দী এক চৌখুপি ঘরে
ছোট্ট জানালা দিয়ে বরাদ্দ আমার,
এক ফালি আকাশ লোহার শিকের ওই পারে ...


ঊড়ে যাও চোখের পলকে তুমি
দেখিনা যে আর বন্ধু তোমারে আমার ,
সমুখে পড়ে আছে দেখি - ইটের পাহাড় !!
----------------------------------
অমিতাভ (১৩.১.২০১৭)