নিঃশব্দ রাত্রিশেষে ঘুম ভাঙ্গা ভোর
জোৎস্নালোকে ধোয়া পৃথিবীটা কেমন মায়াবী এখন।


আমার স্বপ্ন কল্পনা প্রেম ভালবাসা ওরা ছুটেই চলেছে অনিবার
আকন্ঠ পীপাসা নিয়ে তোমারই সকাশে - দুরন্ত সে যে দুর্ণিবার।
হাজার তারার ভীড়ে আকাশের ওই নীলে
উজ্জ্বল তুমি এক সন্ধ্যাতারা।


আলোআঁধারির মাঝে কত উঁচুনিচু পথ
তারই মাঝে আগুয়ান দুইটি হৃদয় -
আলোকিত উৎস ওই সুরম্য আনন্দনিকেতনের পথে,
ছুড়ে ফেলে দিয়ে পিছে হাজারো বন্ধন !


এ'পৃ্থিবী এত প্রান জীবনের স্পব্দন
তারই মাঝে দুই হৃদয়ের দৃঢ় সেতূবন্ধন,
তুমি আর আমি আজ একটি হৃদয়
নিঃশ্বাসে বিশ্বাসে হয়ে একাকার ...
-----------------------------
অমিতাভ (৮.২.২০১৭)