আমার স্বপ্ন দেখার চোখের তারায় দৃষ্টিপ্রদীপ তুই
ইটের উপর ইট সাজিয়ে
তুই যে আমার সুখের ঘরে আলোর নাচন,
সাঁজবাতিটি তুই।
চাঁদ জোছনায় স্বপ্ন দেখা ,
শীত দুপুরে রোদ্দুরে পিঠ,
ওম নিতেও তুই।
নিরজনে সাগরবেলায়
হাত ধরে তুই আমি একা
নীল মোহনায় তুই।


হারিয়ে যাওয়া তোরে নিয়ে
উদাসি এক ছন্নছাড়ার পাগল মনেও তুই।
আমার চোখের জলে ভাসতে থাকা
ভাঙ্গা ঘরের নিমগ্নতায় - নিঃস্ব হওয়ায় তুই।


তোকে নিয়ে স্বর্গ দেখা নরকেও ভয় ছিলনা
তোকে ছাড়া আজ যে বড় পঙ্গু হয়ে রই।
----------------------------------------
অমিতাভ ( ১৯.৩.২০১৭)