মরণে ভয় করিনা আমি
সে তো অনিবারি ।
যত ভয় সংশয় আমার হিয়ায় বয়,
ওরে প্রেম তোকে হারাবার ।


ভিরু আমি আমৃত্যু প্রেমের ভিখারি ,
ছোট্ট হৃদয়টিতে এক আকাশ প্রেম নিয়ে
অনন্ত প্রেমের আমি  পিয়াসী বাউল ।
ভালবাসা ব্যতিরিকে জেনেছি এ'পথ চলা
যেন নির্মেঘ আকাশপারে চাতকের হুতাশ ,
সে যে শুধু অপচয় !


তুই প্রেম আলুথালু বুঝিস কি তুই ওরে
কি যে বল্গাহীন বেসামাল তুই, কি বিচিত্র নেশা ?
শেষ হইয়াও শেষ হয়না যে তোর -
অবিনাশী তুই ভালবাসা ।
সীমিত জীবনের অনিশ্চিত পথে
ইতস্তত ছড়ানো তুই মুক্তো মনী প্রেম -
তুই অপার অভিলাসা ।
নবপ্রভাতের সুগন্ধী সিউলির মত
তুই প্রেম মধুগন্ধ ভাষা ,
কি মেদুর নেশাতুর যেন নির্ঝরিনির সুর
তোর তুলনা তুই - তুই আফতাব !


তুই প্রেম স্বপ্ন যত, তুই সার্থকতা
তুই যে আমার সত্য তুই সফলতা ।
তোকে নিয়েই শঙ্কা যত
ভয় আমার কণ্ব মুনির মত,
অবিরত হারাবার চিন্তা ব্যকুলতা !
তুই যে পরম প্রাপ্তি
অন্তিম আনন্দ তুই -
আমার নির্বাণ ।
--------------------------
অমিতাভ (২৪.৪.২০১৮)