পারবিনা তুই রাখতে আমায় দূরে,
আমি যে বাউন্ডুলে কবুতর হব
খুঁটে খুঁটে প্রেম কুড়াবো ,
তোর মনেরই আঙিনাময় চরে ।


দেখব তোকে আশ মিটিয়ে
প্রানভরে খুব কাছে থেকে  ।
তোর মনেরই বারান্দাতে বসে আমি করব বকুম বকুম,
দেখিস অবিশ্রান্ত ভালবেসেই যাব আমি তোকে ।


যাঃ বলে তুই তাড়িয়ে দিবি?
ফুড়ুৎ করে পাখনা মেলে বসব রে তোর ঘাড়ে,
থাকব আমি তোকেই ঘিরে, বাসব ভাল মন মুকুরে
বকুম বকুম করে চারিধারে ।


দোহাই আমায় তাড়াস না তুই
আমি যে তোর প্রেমভিখারি,
আমার যে তুই ক্ষুধার অন্ন, তৃষ্ণার তুই বারি
প্রাণে খুশির ছোঁয়া আমার, তুই তৃপ্তির মাধুরী ।
______________________
অমিতাভ (৪.৭.২০২০) রাত ১২ -৪০