কাঠফাটা রোদ চুপ দুপুরে
নিঝুম বেলার খেলার সাথী,
আঁধার রাতে আলোর দিশা
আমার জোনাক বাতি তুই।


সাত রঙা তুই রংধনু আমার
ধানের শীষে হাওয়ার দোলন,
রাত জোছনায় মায়াবিনী
আমার যে তুই কল্পলোকের বিনোদিনী।


ছুট্টে তোকে জাপটে ধরা
আমার হলুদ প্রজাপতি!
সাগরপারের নির্জনে নীল
হাওয়ায় ওড়া আলুথালু আঁচল নীলে তুই।


আমার যে তুই ভোরের আলো প্রসন্নতা
ভর দুপুরের আমমাখা কুল,
তুই যে আমার ছোঁচা নোলায়
নাল গোড়ানো চাটনি তেঁতুল।


নীরব দুপুর সরব করে
আলসেতে ওই ছাদের কোণে
তোকে নিয়ে বকুম বকুম,
সুখ খুঁটে যাই আমরা দোঁহে।


দিনের আলো সাঁঝের তারা
নিশীথিনী নিঝুমে তুই কল্লোলিনী ঝর্ণাধারা,
খুঁজে নিতে আপন তোরে
ছুটেই চলি দিশাহারা,
পানকৌড়ি ডুব দেই যে আমি
জানিনা সে কোন অতলে ...


তুই যে আমার জীবন ওরে
মরণ বেলার সাথীরে তুই,
জমে ওঠা সব ধুলো মনের -
তোর বৃষ্টি জলে রোদ্দুরে ধুই।
________________________
অমিতাভ শূর (১৪.৫.২০১৪)