জানিস কি আজ হোলি?
চল আজ দোল খেলি,
যত ভেদাভেদগুলো ভুলে
সবে মিলেমিশে এক সুরে
আবীরে গুলালে রঙের পরশে
চল করি আজ রঙবাজি।


কে ছোট কে বড় কিই বা জাতপাত,
আজ নেই ভেদাভেদ রঙে রঙে সব একাকার ।
খোলা আকাশের নিচে
রঙের বাহারে মিশে,
মনের দুয়ার খুলে আয়
আজ চল যাই সবে রাঙিয়ে রঙে ভেসে।


উড়িয়ে বাতাসে রঙ
রাঙিয়ে মনকে আজ
এই ফাগুনী হাওয়ায় চল মাতি।
শিশু যুবা বৃদ্ধের মহামিলন মেলায় -
সব ভুলে আজ চল
রঙ মেখে মাখিয়ে আজ করি রঙবাজি।
____________________
অমিতাভ (৭.৩.২০২৩)


*** শুভ দোল উৎসব ***