সময় নাহয় ছিনিয়েছে হার না মানা জেদ, সক্ষমতা,
বেপরোয়া যৌবনের সেই উদ্যামতা যত  ।
টান টান যা কিছু দেহের, কেড়ে নিয়ে শুভ্রকেশে
শ্লথগতি কুঞ্চিত চর্মে সাজিয়েছে এই দেহ - বয়োবৃদ্ধ করে ।


হায়রে সময় জানিস কি তুই ?
জ্বরা ব্যাধির বাণে শিথিলতা দিয়ে
লোলচর্ম করেও শরীর
আজও তুই হতে পারিসনি সফল ।


মন আমার মনেই আছে চাঁদ তারাদের স্বপ্নালোকে
প্রেমের আবীর বকুলগন্ধ মেখে,
মায়াবী ঐ চন্দ্রালোকে মন আমার আজও ছোটে
দিগ্বিদিকে খুব সবেগে - উচ্চৈঃশ্রবার পিঠে ।


হায়রে সময় জানিস কি তুই ?
ওরে শেষের সেদিন মৃত্যু স্বয়ং এখনও যে বাকি !
বাঁচিয়ে আমি রেখেছি আজও স্বর্গীয় সেই সোনালী দিন,
মনমুকুরে খুব যতনে আগলে রাখা আমার শৈশবের ঝাঁকি ।
__________________________
অমিতাভ (৩১.১.২০২১) গৃহকোণ , রাত ১১- ৫০