তার কোলে তার আদর স্নেহে
জীবনদায়ী তার স্তনদুগ্ধে হই তৃপ্ত হৃষ্ট বড়ই প্রীত।
প্রেমিকার আলিঙ্গনে
চুম্বনে আদরে তারে হই উল্লসিত ।
স্বপনে কামনায় প্রেমে যৌন আবেদনে
আলোয় আঁধারে নারীকে পেয়েই হই উত্তেজিত।


সেই নারীই যখন সে সিক্ত হয় রক্তস্নানে
আরোপিত প্রকৃতির নির্দেশে ঋতুস্রাবে বয়ে,
সে নাকি অপবিত্র অসুচি সেই নারী ?
দেবালয়ে মন্দিরে তার প্রবেশও নিষেধ?


ভাবতে লজ্জা হয়
এমন ঘৃণ্য সংকীর্ণতায় যার রুদ্ধ করি দ্বার,
সেই আবার বড় কান্খিত পরম ভোগ্য হয়
রাতের চাদরে, চার দেওয়ালের ভাঁজে!


মানতে অক্ষম আমি শতাব্দীকালব্যাপী এহেন সমাজনীতি,
মাতব্বরের এমন একচক্ষু কুরুচির ফরমান।


নারী তুমি নারীই থাক
কোমল হৃদয়, কোমল দেহে
ঋতুমতী কমলিনী
তুমি আদরণীয়া হয়ে।


আমি আছি জেনো
জেনো আছি অনেকেই আরও
তোমার সাথে তোমার পাশে,
আছি স্বাধীন চেতনায় তোমার - সমান অধিকারে।
__________________________
অমিতাভ ( ২৯.২.২০২০) দুর্গাপুরের পথে।
** ৬ মার্চ, নারী দিবস উপলক্ষে।