অমন কাঠফাটা রোদ চুপ দুপুরে
আমার নিঝুম বেলার খেলার সাথী,
আঁধার রাতে আলোর দিশা
তুই যে আমার জোনাক বাতি।


সাত রঙা রংধনু আমার
ধানের শীষে হাওয়ার দোলন।
রাত জোছনায় মায়াবিনী
তুই যে আমার কল্পলোকের বিনোদিনী,
ছুট্টে তোকে জাপটে ধরা
আমার হলুদ প্রজাপতি!


ভর দুপুরের আমমাখা কুল,
তুই যে আমার ছোঁচা নোলায় -
নাল গোড়ানো চাটনি তেঁতুল।


নীরব দুপুর সরব করে
আলসেতে ওই ছাদের কোণে
তোকে নিয়ে বকুম বকুম
সুখ খুঁটে যাই গুন গুনিয়ে।


তুই যে আমার জীবন ওরে
মরণ বেলার সাথীরে তুই,
তোর আলোতে বৃষ্টিজলে
মনের মাঝে জমে ওঠা ধুলো মলিন ধুই।


পানকৌড়ি ডুব দেই যে আমি
গভীরে তোর ওই অতলে,
জড়িয়ে বুকে রাখবোরে ওই মুক্তো হৃদয়খানি
তোর সযতনে বেড়ে ওঠা ঝিনুক তনু হতে।
________________________
অমিতাভ (৪.৫.১৮) বাড়ি, দুপুর ২ - ৪০