পুরুষ তুমি শক্ত হৃদয় বজ্র কঠিন সংগ্রামী সৈনিক
ভেঙে পড়া যে মানা তোমার ,
অশ্রুসজল হাহাকারে মানায়না তোমায়।


কেঁদে ভাসা মানায় বুঝি শুধুই ললনাকে?
মানি - তার নরম শরির নরম হৃদয় শিতল আঁচলতল ।
পুরুষ মানেই শক্তপেশি বিকৃত মন সবাই ওরা সঠ ?
স্ত্রী বিয়োগে কাঁদলে পুরুষ,
হাহাকারে ফাটলে হৃদয়
তার তকমা লাগে গায় -
আদিখ্যেতা না হয় বলে - ' হুঁ ন্যাকামো কত '!
অনেক মেয়েই তো হাসে তাকে মুখ টিপে আড়ালে।
ক'জন বোঝে -
পুরুষওতো আছে যে বাসতে জানে ভাল,
মগ্ন থাকে মুগ্ধ হয়ে হংসমিথুন প্রেমে তার ভালবাসা নিয়ে
নিংড়ে নিয়ে হৃদয়খানি তাকে উজাড় করে দিয়ে !!


হারিয়ে ভালবাসাকে তার সেও যে ভাঙ্গতে থাকে
বাঁধন ভাঙে অশ্রুনদীর, ক্ষইতে থাকে পাড় ভাঙা তির - বিষণ্ণতার জালে,
দগদগে ঘা, ক্ষত নিয়ে অতল অন্ধকারে একান্তে নিভৃতে !


ক'জনই বা খবর রাখে তার,
হারিয়ে প্রেম ওই চিতার কাঠে
কঠিন মুখের ঋজু দেহের আহত ওই পুরুষ
হারায় স্বপ্ন বাঁচার যত এগিয়ে চলার অঙ্গিকার,
ভাঙ্গতে থাকে প্রতিপলে ঘুণপোকা তার খায় যে হৃদয়
শূন্যতার কালো মেঘে।


বুক ভেঙে যায় তবুও সে পারেনা বলতে মুখ ভেঙে
সে যে পুরুষ -
যন্ত্রণা তার বলতে মানা , প্রকাশে নিষেধ !
______________________
অমিতাভ (৯.১.১৯) বাড়ি , রাত ১২ - ২৫