যে ছিল ছায়াসঙ্গি হয়ে এতদিন সাথে সাথে
হাজারো নালিশ অতৃপ্তি নিয়ে অপূর্ণতায় ,
হয়তো বা তারা অনেকেই আজ রয়ছে আমারই সাথে
রক্তিম শেষ বিকেলের পড়ন্ত এ'বেলায় ।


যতই ব্যাকুল উদগ্রীব হয়ে খুঁজি আজ আমি তারে,
হায় - তাকে যে আর যায়না দেখা,
নেই সে যে আর পাশে,
শুনিনা তার আর আপত্তি ওজর কিংবা কোনও ফরিয়াদ ।


ঝরা পাতাদের শুনি পত্রমর্মর ধুসর দৃষ্টির বিলাসে,
গোধূলি জানায় তার রক্তচক্ষু মেলে - কালো রাত্রি সম্মুখে ।


তবুও কেন যে স্মৃতি তুমি এসে বার বার বলে যাও চলে -
রাত নিশীথে মনে পড়ে কি ওই জোনাকির মেলায়,
রুপোলি জোৎস্না অঙ্গে জড়িয়ে
পায়ে পায়ে ওই বালুচরে পথ চলা ?
নতুবা বনভূমে নির্জনে হাতে হাত রেখে -
উষ্ণতার ওমে এগিয়ে চলার কথাগুলো যত ?


আলোকে হারাতে দেখি অন্ধকারের ত্রাসে,
সুদুর হতে ব্যাঙ্গের হাসি কানে আসে ভেসে,
আসবেনা সেতো আর - বলেছে দাঁড়াবে না এসে আর পাশে
সে আমার যৌবন,
যে ছিল উচ্ছল চঞ্চল ছিল উদ্যামতা অফুরান,
সে যে আজ নেই আর পাশে - শুধুই বক্রহাসি হাসে !
_____________________
অমিতাভ (১.১০.১৯)