জানিনা কতখানি
ভালোবাসতে জানি আমি,
কতখানিই বা চিনি এই ভালোবাসাকে,
কতটুকুই বা আজ অবধি বেসেছি ভাল?


তবে কাঙ্গাল এ' মন সে নাকি আমার
চায় থাকি ডুবে ,
এক সমুদ্র ভালোবাসার
না থৈ অতলে ।


আমার এ' ভালোবাসা
নয় শিশিরের জল,
রাতভর জমে যাহা হয় টলমল,
ভোরের আলোয় বাষ্প হয়ে নেই সে উধাউ।


আমি তারে রেখেছি ধরে
মনের মুকুর মাঝে,
পারদের মত করে -
স্থায়ী টলমল।


ভালবাসা ভালবাসা
সে বড় সর্বনাশা,
শেষের সে শুরু করে আগ্নেয় ভেলা বয়ে ,
শেষ হইয়াও তার হয়না যে শেষ ।


কাঙ্গাল এ' মন সে নাকি আমার
চায় থাকি ডুবে ,
এক সমুদ্র ভালোবাসার
না থৈ অতলে ।
__________________
অমিতাভ (১৫.৫.২০২২)গৃহকোণ