ভেবে আর কাজ নাই
বুড়ো হয়ে গেছি ভাই,
তাল মিলিয়ে চলাটাই
হয়ে গেছে কষ্ট।


জীবনে চলার যত
চালবোল সুর তাল
ষাটে পড়ে ঘেঁটে ঘ -
হয়ে গেছে নষ্ট ।


আমি নাকি 'সিনিয়র',
যত বারণের বৃত্তে হয়েছি আবদ্ধ,
বিশেষণে ভুষিত হয়ে আমি আজ ব্রাত্য,
আমি যে হয়েছি ষাটোর্ধ্ব !


দেখালেও দেখবেনা
রঙিন হলেও মন কিছুতেই বলা নেই,
রুপান্তরিত হয়ে আজ কাদা মাটি আঁকড়ে
ষাটোর্ধ্ব আমি আজ হয়েছি এক নোঙর।


জীবনের উচ্ছাস, সবুজকে দেখতে পার
স্বপ্ন বুনতে পার, নিতে পার ঘ্রাণ তার,
তবে স্বাদ নেওয়া হয়েছে বারণ,
আমি যে ষাটোর্ধ্ব আজ - কারণে হয়েছি অকারণ।


তাই তো আপনমনে সকাল বিকেল রাতে
হাটে মাঠে ফুটপাতে স্বাস্থ্যের অজুহাতে -
হেঁটেই চলেছি আমি,দিশাহীন আমি অক্লান্ত ।
আমি যে ষাটোর্ধ্ব এক অবসরপ্রাপ্ত, তকমা আমার বিধিবদ্ধ।
_________________
অমিতাভ (১৪।১০।১৯)