কেন যে এই মিছে মায়া
ভালবাসার আলোছায়ায়
সুখ যেন ওই ভেসে ওঠে
শুশুক গুলোর মত,
আনন্দে সুখ নেচে ওঠে
ক্ষনিকের ওই দমকা হাওয়ায়
অচিরেই ডুব দেয় যে সে ওই
হারিয়ে ঢেউয়ের ভিড়ের মাঝে।


সুখপাখি তুই ইতি উতি
খুঁজিস যে সুখ খুঁটে খুঁটে,
আমি হারাই তোকে খুঁজে
না পেয়ে তোর নাগাল শেষে।
সুখচরে তুই খুঁজিস যে সুখ  
আমি  বালুচরে,
কোথায় যে সুখ চোরাবালি -
মরিচীকায় ভ্রমি আমি – শুষ্ক সে উষর !
তোর সারা অঙ্গে বিজুরি খেলে
আমি যে নিথর  – সুখ তুই বড়ই চঞ্চল।


সুখ - তুই জলকে ডুবিস,
পানকৌড়ি ডুব উল্লাসে দিস ,
আমি যে কাঙ্গাল হয়ে
তোর তৃষ্ণার্ত চাতক!
----------------------------------
অমিতাভ (১৫.১০.২০১৬)