রাতের নিঝুমে ঐ নিঃশব্দতায়
যখন শ্রান্ত, অবসন্ন দেহগুলো যত
ক্লান্তির বাহুপাশে পৃথিবীর বুকে পড়ে ঢলে ,
হাজারো কন্ঠের বুকফাটা আর্তনাদ আমি শুনি ।
দুঃসহ বেদনারা ছিনিয়ে নিয়েছে ওদের ঘুম - সেই যেন কবে,
যন্ত্রণার ক্ষতের আঘাত সামলায় ওরা হাহাকারের চাদর জড়িয়ে ।
নিশিথের হাওয়ায় ভাসিয়ে তাদের আর্তনাদের সুর পঞ্চমে -
বাঁচতে চায় ওরা শেষ সম্বল - আর্ত চিৎকারে ভুলে,
ওরা যে বড় অসহায় ।
আমিও জেগে রই তাহাদেরই সাথে,
নিঃশব্দে একান্তে বড় অপারক হয়ে।
নীরবেই মেলাই গলা তাহাদেরই সুর তাল অনুকম্পা নিয়ে ।


নিশ্ছিদ্র ঐ রাতে ওদেরই সাথে হায় - একটি কন্ঠ আরও যায় বেড়ে  
অগনিত অসহায় ওই নীরব কন্ঠদের সাথে আমি এক যোগ্য সাথী হয়ে।


"ক্ল্যপ ষ্টিকে" শুরু হয় রাতের "সুটিং"
একে একে নানান কন্ঠরা ওরা বলে যায় তাহাদেরই কথা,
যত নষ্ট্নীড়, স্বপ্নভঙ্গ আর অসার্থকতার কথা ও কাহিনী
"ফ্রেমের" পর "ফ্রেমে" কত যে দৃশ্যপট তৈরি হয়
যেন পর্বের পর পর্ব সাজিয়ে এক দীর্ঘ "সোপ অপেরা" ।
আমারও সাজিয়ে দেয় দেখি একটি পর্ব ওরা
খুব যত্ন করে এক অপূর্ণ প্রেমের মাধুরিতে ।
শুধু অপেক্ষায় পড়ে আছে দীর্ঘদিন ঐ কাহিনীরা যত,
লাল ফিতে "সেন্সারের" ফাঁদে পড়ে
"রিলিজ" হয়না আর আজও ওরা কেউ ...


তুমি আমি আরও কত যে অগণিত কুশিলব
অধির আগ্রহে রই পড়ে কত নিদ্রাহীন রাত্রিজাগরণে -
শুধুই "রিলিজের" অপেক্ষায় ...
---------------------------------
অমিতাভ ( ১০.৪.২০১৭)