একদিন ভেসেছিলাম
সুখ প্লাবনে ভাসিয়ে নিজেরে,
হাতে হাত, অঙ্গাঅঙ্গি হয়ে - তুমি আমি।
কত শপথ প্রতিশ্রুতি ছিল দুজনার,
এক আকাশ কল্পলোকের আল্পনা এঁকে,
একসাথে চলবার এই পথ ধরে।


হারিয়ে গিয়েছ সেই তুমি বড় অসময়ে অবেলার ঝড়ে,
রক্ত ঝরিয়ে উঠোনে - তোমার আমার।
গোধূলী লগণ সেদিন গিয়েছিল ছেয়ে রক্ত প্লাবনে,
ভেসে গিয়েছিলাম সেদিনও তুমি ও  আমি।


তবে তুমি তো ভেসেছিল সুগন্ধ ধূপে দ্বীপে ফুলশয্যায়,
আর আমি ?
ভেসেই চলেছি আজও নিঃশব্দ ফল্গু ধারায়,
সাথে নিয়ে অযাচিত কিছু নিষ্ফলা করুণা বরিষণ।


অতৃপ্ত হলেও আজ -
তুমি তো বেঁচেছ মরে মৃত্যুর কোলে ঢলে
ছেড়ে দিয়ে পার্থিব জগতের অভিকর্ষণ যত।
হয়তো ভুলেই গেছ তুমি
দুজনায় হাতে হাত, চলেছি পায়ে পায়ে,
সুরে তালে হুল্লোড়ে মেঘ রোদ্দুরে,
একসাথে দুজনায় সুখ খুঁটে খুঁটে।
দেখেছি সপ্তম আকাশের আলোর ছটা,
ভালবেসে পেয়েছিলাম স্বর্গসুখের আঁচ- কানন নন্দনের।


হয়তো বুঝবেনা তুমি আজ পার্থিব ব্যথা,
আমি যে প্রতি পলে মরেই চলেছি আজ বাঁচার সুখ্যাতে।


হ্যাঁ, মানি তুমিও রয়েছ আর আমি তো আছিই -
বেঁচেবর্তে আজও,
তবে অসম দূরত্বে আজ দুই মেরুলোকে।


তবে আছি দুজনেই - কি বল?
শুধু এটুকুই তফাৎ আজ অবস্থানের - তোমার আমার।
______________________
অমিতাভ (১৮.৫.১৮) মন্দারমনি দুপুর ২-১৫