তোকে ছেড়ে কেন এই বেঁচে থেকে মরতে থাকা
কেন নীল হয়না দেহ বিষে বিষে - তোকে ছাড়া?
কেন আজও শরৎ বসন্ত দেখি
চাঁদ জোছনাকে দেখি তোকে ছাড়া ?


শিশিরবিন্দুরা ঘাসে ভোরের সূর্য হাসে তোকে ছাড়া
কেন এত ভালবেসে দিয়েছিলি হাতখানি
যারে আর যায়না ছোঁয়া?
তিল তিল করে কেন যে শধুই
না পাওয়ার জ্বালা - তোকে ছাড়া?


বেদনার বরিষনে সিক্ত এ'হৃদয় - তোকে ছাড়া
বুঝেও বোঝেনা কেন অনিশ্চিত এ'জীবন
কেন এ'হৃদয়ের আকাশ জুড়ে এত শূন্যতার মেঘ,
কেন এই যন্ত্রনা অবিরাম অতন্দ্র বিষন্নতা ?
নিদারুন সন্তাপে বেদনামুখর - তোকে ছাড়া?
---------------------------------
অমিতাভ (১৯.৩.২০১৭) রাত ২-৩০